শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দেওভোগ লক্ষী নারায়ণ মন্দিরে জগদ্ধাত্রী পুজা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৩, ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ২২:৩৫, ১০ নভেম্বর ২০২৪

দেওভোগ লক্ষী নারায়ণ মন্দিরে জগদ্ধাত্রী পুজা

দেওভোগ লক্ষী নারায়ণ মন্দির

আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে দেওভোগ লক্ষী নারায়ণ মন্দিরগুলোতে । এবার প্রথম জগদ্ধাত্রী পুজা তে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। যার জেরে দূর দূরান্ত থেকে মানুষজন প্রতিবছর ভিড় করেন মন্ডপগুলোতে কারণ জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে গতকাল রোববার  থেকে । পূজা ৩দিন ব্যাপী হয়ে থাকে। বাদ্য-বাজনা বাজিয়ে পূজা সম্পন্ন করা হয়। এবং  ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করে থাকেন। প্রতি বছর ন্যায় পুরোহিত দিপংঙ্কর চক্রবর্তী প্রায় ১৬বৎসর যাবৎ ঝাঁকজমকপূর্ন ভাবে পূজা অর্চনা করেন। জগদ্ধাত্রী পুজো শুরু হলেও ওই একই দিনেই দেবীর সপ্তমী এবং অষ্টমীর,নবমী,দশমী পুজো সম্পন্ন করা হয় ভক্তি সহকারে।