শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

২ বছর পর ঈদ জামাতে মহামারী মুক্তি ও দেশের সমৃদ্ধি কামনায় দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৩২, ৪ মে ২০২২

আপডেট: ০৫:৫৭, ৪ মে ২০২২

২ বছর পর ঈদ জামাতে মহামারী মুক্তি ও দেশের সমৃদ্ধি কামনায় দোয়া

দোয়া ও মোনাজাত

নারায়ণগঞ্জে করোনার কারণে টানা দুই বছর কোন ঈদ জামাত অনুষ্ঠিত না হলেও এবার ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের নামাজ। এতে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ।

মঙ্গলবার (৩ মে) সকাল ৮ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ ঈদ জামাতে অংশ নেন জেলা প্রশাসক, কাউন্সিলর, রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
 

নামাজের আগে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেন, এই দুই বছরে যারা আমাদের কাছ থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া চাই। আরো দোয়া চাই যেন আগামী ঈদ পর্যন্ত আমরা ভালো থাকতে পারি। দেশ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাবো। নারায়ণগঞ্জে ভালোর চর্চা হয় এবং আমরা ভালোর সাথে আছি সেটা সারাদেশে আওয়াজ তুলতে হবে।

নামাজ শেষে নারায়ণগঞ্জবাসী, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। এতে চোখের জলে মহান আল্লাহর নৈকট্য লাভ ও গোনাহের থেকে ক্ষমা প্রার্থনা করেন মুসুল্লিরা।