রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পূর্বাচলে শতাধিক স্থাপনা উচ্ছেদ রাজউকের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৪, ১২ জুলাই ২০২৪

পূর্বাচলে শতাধিক স্থাপনা উচ্ছেদ রাজউকের

ফাইল ছবি

পূর্বাচল উপশহরের কয়েকটি সেক্টরে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল বৃহস্পতিবার বিকেলে পূর্বাচলের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা অংশে এ অভিযান চালানো হয়। উচ্ছেদ হওয়া দোকানের মধ্যে রিসোর্ট, রেস্তোরাঁ, ভাতের হোটেল, চায়ের দোকান, মনোহারি দোকান ও পিঠার দোকান রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পূর্বাচল উপশহরের ১, ২ ও ৩ নম্বর সেক্টরের ভোলানাথপুর, কাদিরারটেক, বৌরারটেক, পানিআগ্রা, গুতিয়াবো, সমুমার্কেট এলাকাসহ আশপাশে অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন রাজউকের ম্যাজিস্ট্রেট শারমীন রহমান, উপশহরের প্রকল্প পরিচালক নূরুল ইসলামসহ অন্যরা।

এসব স্থাপনার পাশাপাশি ওই এলাকার ৫০টি সাবমারসিবল পাম্প ও পানির ট্যাঙ্ক উচ্ছেদ করা হয়। এলাকাবাসী জানিয়েছেন, এতে তারা খাবার পানির সংকটে পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করে অভিযানে অংশ নেওয়া পানি সরবরাহ প্রকল্পের পরিচালক সাদ্দাম হোসেন বলেন, এলাকাবাসী বিল পরিশোধ করে পূর্বাচল উপশহরে সরবরাহ করা পানি নিতে পারবেন।