শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

|

কার্তিক ২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে শিক্ষার্থী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৩, ১৩ জুলাই ২০২৪

আপডেট: ১৭:৫৩, ১৩ জুলাই ২০২৪

রূপগঞ্জে শিক্ষার্থী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিত হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। 

শনিবার (১৩ জুলাই) দুপুরে রূপগঞ্জ থানার সামনে এ কর্মসূচী পালন করেন তারা। রাফিত ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ এলাকার আবুল বাশার মিয়ার ছেলে। 

এ হত্যাকান্ডের ঘটনায় রাফিতের বাবা আবুল বাশার বাদী হয়ে রাজধানীর শাহআলী থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার প্রধান আসামি রাজিন ইকবালকে (১৮) গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাফিতের দাদা আব্দুল মোতালেব, বাবা আবুল বাশার ও মামা নুরুজ্জামান প্রমূখ।

মানবন্ধনে তারা বলেন, গত ৬ জুলাই কলেজের ক্যাপ্টেনসি নিয়ে দ্বন্দের জেরে সহপাঠি চৌধুরী রাজিন ইকবাল ও তার বাবা ইকবাল আহমেদ চৌধুরী শিক্ষার্থী রাফিততে কমার্স কলেজের পাশে তাঁদের ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে আগের বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে পুনরায় বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রাজিন ধারালো বটি দিয়ে কুপিয়ে জুবায়েরকে হত্যা করেন। যারা রাফিতকে নৃশংস ভাবে হত্যা করেছে এবং যারা জড়িত আছে তাদের দ্রুত ফাঁসির দাবি করছি।