অবৈধ প্লট বাতিলের দাবিতে ঘেরা কর্মসূচী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের অবৈধ প্লট বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল শাখা কার্যলয় ঘেরা কর্মসূচী করেছে পূর্বাচলের ক্ষতিগ্রস্থ আদিবাসীরা।
শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টর এলাকার শাখা কার্যালয়ে এ কর্মসূচী করা হয়।
পূর্বাচল আদিবাসী অধিকার আদায় আন্দোলনের প্রধান সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শাহ আলম অভি, আনোয়ার, সাহেদ প্রধান, মুন্না, শিক্ষিকা সানজিদা আক্তার, আমেনা বেগমসহ আরো অনেকে।
এ সময় আদিবাসী বলেন, পূর্বাচলের প্রকৃত জমি মালিক তথা আদিবাসীদের বঞ্চিত করে বিগত সময়ে শেখ হাসিনার পরিবারসহ তার ৫ হাজার নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে প্লট লুটপাট করেছে। নানা অনিয়নের মাধ্যমে বরাদ্দ নেয়া বিগত সরকারের দোসরদের সকল প্লট বরাদ্দ বাতিল চাই। দাবী আদায় না হলে আমাদের বাপ দাদার ভিটে মাটির উপর দিয়ে যাওয়া ৩শ ফুট সড়ক বন্ধ করে অবরোধ করে কঠোর কর্মসূচি দেয়া হবে।
পরে রাজউকের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তারেক ক্ষতিগ্রস্থ আদিবাসীদের মুঠোফোনে তাদের নামে বরাদকৃত প্লট বাতিলের বিষয়ে আলোচনা করা হবে বলে আশ্বস্ত করলে বিক্ষুব্ধ আদিবাসীরা ঘেরাও কর্মসূচী স্থগিত করেন।