ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মামলা তুলে নিতে হত্যা মামলার বাদীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে।
এ ঘটনায় মামলার বাদী আখি আক্তার নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে রুপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
সোমবার (২৮ অক্টোবর) থানায় এই সাধারণ ডায়েরি করেন আখি।
এসময় আখি আক্তার অভিযোগ করে জানান, ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে প্রকাশ্য দিবালোকে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে আসামি শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেন, সজীব মিয়া, হামজালা, আফজাল, জাকির হোসেন ও মিল্লাতসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাই রাকিব হাসানের বাম হাতটি বিচ্ছিন্ন করে দেয় । এছাড়া শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে। মামলার আসামি দেলোয়ার, সজীব ও হানজালা জামিনে রয়েছে। গত ২৩ অক্টোবর বিকেলে জামিনে আসা আসামি ও পলাতক আসামি আফজালসহ অন্যান্য আসামিরা বাদীর নিজ বাড়ি গোলাকান্দাইল এসে মামলা তুলে নিতে বাদী আখি আক্তার ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। হুমকির পর থেকে মামলার বাদী আখি আক্তার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) লিয়াকত আলী বলেন, হত্যা মামলার বাদীকে আসামিরা হত্যার হুমকি দেওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।