প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডরগাঁও এলাকায় ভাড়াটিয়া বাড়ীতে আগুনে দগ্ধ একই পরিবারের ৬ জনের মধ্যে ২ জন মারা গেছেন।
মঙ্গলবার ভোরে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় এ ২ জন মারা গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেন বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন মোঃ তরিকুল ইসলাম। বাকি দগ্ধ আরো ৪ জনের অবস্থাও আশংকাজনক বলে তিনি আরো জানান।
নিহতরা হলেন দগ্ধ বাবুলের ছেলে সোহেল ও ইসমাইল। তারা ২ জনই গার্মেন্টস কর্মী ছিলেন।
জানাযায়, উপজেলার ডহরগাও এলাকায় হবিগঞ্জের নবীগঞ্জের বাবুল তার পরিবার নিয়ে জোলেখা বেগমের ভাড়াটিয়া বাড়ীর একটি কক্ষে বসবাস করে আসছে। গত(২৫ অক্টোবর) শুক্রবার রাত ১১ টার দিকে ঘরের ভিতরের হঠাৎ আগুন জ্বলে উঠে। আগুন দগ্ধ হয় বাবুলসহ তার পরিবারের ৬ সদস্য। পরে আশে পাশের লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করান। তাদের মধ্যে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন বাবুলের ছেলে সোহেল ও ইসমাইল। এদের মধ্যে সোহেলের ৭০ শতাংশ ও ইসমাইলের ৫৫ শতাংশ শরীরের পুড়ে গিয়েছিল।