বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে কাওসার বাহিনীর ৫ সদস্য গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৭, ৩১ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জে কাওসার বাহিনীর ৫ সদস্য গ্রেপ্তার 

ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ কাওসার বাহিনীর ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব আতলাশপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব আতলাশপুর এলাকার কাওসার বাহিনীর শাহরিয়ার, ইমন, আলী মিয়া, নুর আলম, ফেরদৌস। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, চাঁদাবাজি, দখলবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে এ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। দীর্ঘদিন যাবৎ পলাতক থেকে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত ঘটনা ঘটিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাহরিয়ার, ইমন, আলী মিয়া, নুর আলম, ফেরদৌসসহ আরো কয়েকজন মিলে ধারালো অস্ত্র নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের সাথে থাকা বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।