মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডন সেলিমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৩:৫৫, ১৮ নভেম্বর ২০২৪

ডন সেলিমের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মানববন্ধন

নারায়ণগঞ্জে ক্যাসিনো ডন হিসেবে পরিচিত সেলিম প্রধানের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিসমিল্লাহ আড়তের সকল ব্যবসায়ীরা। 

সোমবার (১৮ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দিন ব্যবসায়ীদের দায়েরকৃত চাঁদাবাজি মামলায় আদালত থেকে জামিন পান ডন সেলিম।

বিসমিল্লাহ আড়তের সকল ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধনে ব্যানারে ব্যবসায়ীরা উল্লেখ করেন, আলোচিত ক্যাসিনো ডন সেলিম প্রধান কর্তৃক রূপগঞ্জের সাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়তের ব্যবসায়ীদের অব্যাহত হয়রানি চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ। একই সাথে হাতে বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন বহন করেন ব্যবসায়ীরা। এতে ডন সেলিমের গ্রেপ্তার দাবি করেন তারা। 

এদিকে জামিন পেয়ে ডন সেলিম সাংবাদিকদের বলেন, আমি চাঁদাবাজি মামলায় জামিন পেয়েছি।