প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় পরিত্যক্ত একটি ঘর থেকে আল আমিন (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের পাশে প্রিমিয়ার রড মিলের পিছনে বালুর মাঠের মাঝখানে পরিত্যক্ত একটি ঘরে লাশটি পাওয়া যায়।
সন্ধ্যায় স্থানীয়রা একটি লাশটি দেখতে পেলে পরবর্তীতে রূপগঞ্জ থানায় জানান।
উদ্ধারের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত আল আমিন কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি বরপার পশ্চিমপাড়া এলাকায় তার শ্বশুর নান্নুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করছিলেন। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে ইলেকট্রিক্যাল বিভাগে চাকরি করতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।