মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শোক সংবাদ

প্রকাশিত: ০০:৫২, ১০ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ০৬:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

শোক সংবাদ

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর সহকারী একান্ত স‌চিব (এ‌পিএস) এমদাদুল হ‌কের মাতা আরজুমান আক্তার ভানু ই‌ন্তেকাল ক‌রে‌ছেন (ইন্ন‌া‌লিল্লা‌হি-----রা‌জিউন)। তার মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন। 

মৃত্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৭৩ বছর। মৃত্যুকা‌লে তি‌নি ১ ছে‌লে ও ১ মেয়েসহ অসংখ্য গুন গ্রাহী রে‌খে গে‌ছে। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার বাদ জোহর বাসা‌বো ঝিলপাড় জা‌মে মস‌জিদে প্রথম জানাজা অনু‌ষ্ঠিত হয়।

জানাজায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, বস্ত্র ও পাট মন্ত্রনাল‌য়ের স‌চিব লোকমান হো‌সেন মিয়া, গাজী গ্রু‌পের উপ-ব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি আব্দুল হাই ভুঁইয়া, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলী‌গের সা‌বেক সভাপ‌তি তোফাজ্জল হো‌সেন মোল্লাসহ অ‌নে‌কে।

প‌রে তার লাশ নি‌য়ে যাওয়া হয় সিরাজগ‌ঞ্জের শাহজাদপুরে। মঙ্গলবার রাত ৯ টায় সিরাজগ‌ঞ্জের শাহজাদপুর শাহ মখদুম জা‌মে মস‌জি‌দে দ্বিতীয় জানাজা অনু‌ষ্ঠিত হবে। প‌রে তার লাশ শাহজাদপুর উপ‌জেলার চরুয়াপাড়া গ্রা‌মের পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হ‌বে।

নারায়ণগঞ্জ পোস্ট