বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পূর্বাচলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১২, ১৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:১৩, ১৮ ডিসেম্বর ২০২৪

পূর্বাচলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পূর্বাচল উপ শহরের ৩ নং সেক্টরের ভুইয়াবাড়ি ব্রীজে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের পূর্ণ নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা যমুনা ফিউচার পার্ক মার্কেটের মোবাইল ব্যবসায়ী। 

নিহতদের বন্ধু রাকিব জানান, তাদের যমুনা ফিউচার পার্ক মার্কেটের মোইবাইলের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ১২ জন মোবাইল ব্যবসায়ী মিলে ৬ টি মোটরসাইকেলে করে ঢাকা থেকে ৩ শ ফুট সড়ক হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল। এসময় তারা পূর্বাচল ৩ সেক্টরের ভুইয়া বাড়ি ব্রীজে এসে পৌছালে রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে রউফ ও শিপন নিহত হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।