বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে অবৈধ শিশুখাদ্য কারখানায় প্রশাসনের অভিযান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪১, ২৪ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে অবৈধ শিশুখাদ্য কারখানায় প্রশাসনের অভিযান 

অবৈধ পন্য উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের হাটাবো এলাকায় অবৈধ শিশু খাদ্যপন্য উৎপাদন, বেআইনিভাবে কারখানা পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগের শ্রাবণধারা নামের কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ পন্য উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সহকারী কমিশনার ভূমি (পূর্বাচল রাজস্ব সার্কেল) ও নির্বাহী ম্যাজিস্টেট উবায়দুর রহমান সাহেলের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। 

এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে উৎপাদিত শিশুখাদ্য পন্য উদ্ধার করে তা ধ্বংসসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্টেট। 

এদিকে অভিযানের খবরে কারখানাটির ম্যানেজার তানভীর ও পরিচালক মোশাররফ পালিয়ে যায়। ফলে এঘটনায় কাউকে গ্রেপ্তারর করেনি ভ্রাম্যমাণ আদালত। 

এসময় নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার ভূমি (পূর্বাচল সার্কেল) রূপগঞ্জ উবায়দুর রহমান সাহেল  অভিযান শেষে সাংবাদিকদের বলেন, দাউদপুরের হাটাবো এলাকায় অবৈধভাবে কারখানা পরিচালনা ও মরণঘাতী শিশু খাদ্য উৎপাদনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পন্য উদ্ধার ও ধ্বংস করেছি। পাশাপাশি মালিক ও কর্তৃপক্ষের লোকজন পালিয়ে যাওয়ায় কারনে এবং উপযুক্ত কাগজ পত্রাদি না দেখানোর কারনে কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। এমন অন্য কোন প্রতিষ্ঠানেও অনিয়ম পেলে  অভিযান অব্যাহত রাখবো।

বিএসটিআই আঞ্চলিক কর্মকর্তা (ঢাকা জোন) সাফায়েত হোসেন বলেন, কারখানার সবগুলো পন্য অবৈধ ও নিন্মামানের। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।  শিশুদের জন্যে মৃত্যু ঝুঁকি আছে। তাই এটি বেআইনি।  যার বিএসটিআইয়ের অনুমোদন নাই।  
 
দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আমার পূর্ববর্তী চেয়ারম্যান ট্রেড লাইসেন্স দিয়েছেন, কারখানা আজ দেখলাম অবৈধ খাদ্যপন্য উৎপাদন হচ্ছে। তাই এমন কারখানা বন্ধে প্রশাসনের অভিযানকে স্বাগত জানাচ্ছি। 

এসময় অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের আঞ্চলিক (ঢাকা জোন) কর্মকর্তা সাফায়েত হোসেন, উপ পরিদর্শক (এসআই)  ফরহাদ মিয়া, দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, দাউদপুর ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।