শনিবার, ১২ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শীতলক্ষ্যা তীরে মিললো নবজাতকের বস্তাবন্দী মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৬, ১৮ মার্চ ২০২৫

শীতলক্ষ্যা তীরে মিললো নবজাতকের বস্তাবন্দী মরদেহ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর থেকে বস্তাবন্দী অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) বিকেলে জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, বিকেলে ওই এলাকায় নদীর তীরে একটি মুখ বাঁধা সিমেন্টের বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ওই বস্তা খুললে ভেতরে গামছা মোড়ানো আনুমানিক দুই মাস বয়সী একটি নবজাতকের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, দুর্বৃত্তরা ২/৩ দিন আগে শিশুটিকে হত্যা করে বস্তাবন্দী করে নদীতে ফেলেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।