শনিবার, ১২ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ’হার পাওয়ার’ প্রকল্পের ল্যাপটপ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২১, ১৯ মার্চ ২০২৫

আপডেট: ১৬:২৪, ১৯ মার্চ ২০২৫

রূপগঞ্জে ’হার পাওয়ার’ প্রকল্পের ল্যাপটপ বিতরণ

ল্যাপটপ বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারীর ক্ষমতায়নে প্রযুক্তির ভূমিকা আরও দৃঢ় করতে অনুষ্ঠিত 'হার পাওয়ার' প্রকল্পের অংশ হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্স হল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, "বর্তমান সরকার নারীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। এই ল্যাপটপ বিতরণ নারীদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

'ওমেন ই-কমার্স প্রফেশনাল (SP-22)' এর আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা প্রশাসন, রূপগঞ্জ ও ব্যাবিলন রিসোর্সেস লিমিটেড যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করেছে।

এসম ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, প্রশিক্ষণার্থী এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।