শনিবার, ১২ এপ্রিল ২০২৫

|

চৈত্র ২৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪০, ২৬ মার্চ ২০২৫

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন

ফাইল ছবি

২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।

পরে উপজেলা পরিষদ মাঠে আয়োজন করা হয় জমকালো কুচকাওয়াজ । এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, পুলিশ,বিএনসিসি, স্কাউট, আনসার, গ্রাম পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। মনোমুগ্ধকর এই কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বাধীনতা দিবসের এই আয়োজনে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের গৌরবের দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাকে, যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।