বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

|

পৌষ ১৮ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে উদ্ধারকৃত কিশোরীর লাশের পরিচয় ৬ দিনেও মেলেনি

প্রকাশিত: ০১:০০, ২৩ জুন ২০২১

আপডেট: ০৬:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

রূপগঞ্জে উদ্ধারকৃত কিশোরীর লাশের পরিচয় ৬ দিনেও মেলেনি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ কায়েতপাড়া বিল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক কিশোরীর লাশের পরিচয় মেলেনি। লাশটি উদ্ধারের ৬ দিন পেরিয়ে গেলেও পরিচয় নিশ্চিত না হওয়ায় বেকায়দায় রয়েছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি দেখিয়ে করা মামলা করেছে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম জানান, গত ১৬ জুন বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কায়েতপাড়া এলাকার বিল থেকে উদ্ধার হয় লাশটি। পরিচয় শনাক্ত করতে ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলাসহ আসপাশের সবকটি জেলায় ছবিসহ বার্তা প্রেরণ করা হয়েছে। কিন্তু এখনো পরিচয় না পাওয়ায় বেকায়দায় রয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।

এবিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম সায়েদ জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হওয়ায় পরদিন কায়েতপাড়া কবরস্থানে দাফন করা হয়।

নারায়ণগঞ্জ পোস্ট