মাকসুদুল আলম খন্দকার খোরশেদ
একটি মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন কারাগারে থাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এসময় দীর্ঘদিন পর আদালতের বারান্দায় স্ত্রী সন্তানদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মানবতার ফেরিওয়ালা খ্যাত খোরশেদ।
বুধবার (২০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে হাজির করা হয় খোরশেদকে।
মামলার শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় স্ত্রী ও সন্তানদের জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় খোরশেদকে। এসময় কয়েক মুহুর্ত স্ত্রী ও সন্তানদের সাথে কথা বলার সুযোগ শেষে পুলিশ ভ্যানে করে কারাগারের উদ্দেশ্যে নেয়া হয় খোরশেদকে।
এর আগে ২০২১ সালের ২৫ আগস্ট সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলায় খোরশেদ হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত ছিলেন।
জামিনের মেয়াদ শেষে গত ১৫ জুন আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।