বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গাজী কাপুরুষ, বৌ রেখে পালিয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৭, ৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:৩৬, ৮ সেপ্টেম্বর ২০২৪

গাজী কাপুরুষ, বৌ রেখে পালিয়েছে

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কাপুরুষ বলে আখ্যা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে নিজের স্ত্রীকে রূপগঞ্জে ফেলেই গাজী পালিয়েছিলেন বলে জানান দিপু।

শনিবার (৭ সেপ্টেম্বর) রূপগঞ্জের তারাব এলাকায় বিএনপির জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

জনসভায় বক্তব্যে দিপু ভূঁইয়া বলেন, গাজী সাহেব তার স্ত্রীকে এখানে ফেলে চলে গিয়েছিল। মানুষ এত কাপুরুষ হতে পারে আমার জানা ছিল না।

তিনি আরও বলেন, তারা সবসময় লাশের রাজনীতি করে। সেদিন কোন অঘটন ঘটলে এটাকে নিয়ে পরবর্তীতে আমাদের দোষারোপ করে তারা রাজনীতি করত।

এর আগে গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটলে রূপগঞ্জ ছেড়ে পালিয়ে যান গাজী গোলাম দস্তগীর। এসময় তার স্ত্রী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসিনা গাজী রূপগঞ্জের উপজেলা পরিষদের ভবনেই ছিলেন বলে শোনা গেছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে অন্যত্র চলে যান তিনি।