ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব এলাকায় বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুই ছিলেন দলীয় নেতাকর্মীদের আকর্ষণের মূলে। দিপুকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
শনিবার (৭ আগষ্ট) এই জনসভা অনুষ্ঠিত হয়।
দুপুর তিনটায় সমাবেশ শুরু হওয়ার আগ থেকেই হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয় সমাবেশস্থলে। এর কিছুক্ষণ পরেই সমাবেশস্থলে প্রবেশ করেন দিপু ভূঁইয়া। এসময় তাকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
এসময় দিপুকে ঘিরে বিএনপি নেতাকর্মীরা সেলফি তুলতে থাকেন। কেউ আবার দিপুর সাথে হাত মেলাতে এগিয়ে আসেন। মঞ্চের ওপরে বসেও নিচে থাকা নেতাকর্মীদের সাথে পুরেটা সময়ই কথা বলতে ও হাত মেলাতে দেখা গেছে দিপু ভূঁইয়াকে।