শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছাত্রলীগের হামলাকারীদের বিরুদ্ধে প্রতিহিংসা নয়, আইনের আশ্রয় নেবেন রাজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৫০, ১৯ ডিসেম্বর ২০২৪

ছাত্রলীগের হামলাকারীদের বিরুদ্ধে প্রতিহিংসা নয়, আইনের আশ্রয় নেবেন রাজীব

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেছেন, ছাত্রলীগের যারা আমাকে মেরেছিল তাদের কাউকে কাউকে চাইলে ধরতে পারি। তাদের শায়েস্তা করার জন্য শুধুমাত্র আমার একটা ইশারাই যথেষ্ট। কিন্তু আমি আইন নিজের হাতে তুলে নিতে চাই না, যেহেতু আমি রাজনীতি করি আমার তো আরো আগেই এটা করা যাবে না। আবেগ বিবেকের চেয়ে আইনকে ফলো করা আমাদের জন্যে বেটার। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে এক ফেসবুক স্টয়াটাসে একথা বলেন রাজীব।

তিনি বলেন, আমি আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি ওদের নামে মামলা করবো, নিজে কিছু করবো না। যে তরিকায় ওরা ব্যবহার করেছে, সে তরিকা আমি ধরবো না। আমরা আমাদের এথিকসে খেলবো, ওদের এথিকসে না। তারেক রহমান যেটা বলল, ওরা অধম হইলে আমি উত্তম হবো না কেন? 

তিনি আরও বলেন, প্রতিহিংসার উত্তর আমরা প্রতিহিংসা দিয়ে না, সফলতা দিয়ে দেবো। আমি বিশ্বাস করি আমি তারেক রহমানের ভালো একজন কর্মী। আমার আর তার মাঝে বাহ্যিক ব্যবধান আছে, কিন্তু আদর্শের জায়গায় আমরা একাকার।