মাওলানা আব্দুল কাদের
ইসলামী ঐক্যজোট এর কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের বলেছেন, সাদপন্থীরা একটি সন্ত্রাসী দল, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। যেমনভাবে অন্যান্য সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে এই সাদপন্থী সন্ত্রাসী গোষ্ঠীকেও নিষিদ্ধ করতে হবে।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আব্দুল কাদের বলেন, যেখানে আপনাদেরকে দায়িত্ব বসানোর জন্য ৬৮ জন আলেম -ওলামা এবং এই ওলামাপন্থী তাবলীগের নিরীহ মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, সেখানে আপনারা কিভাবে ফ্যাসিস্ট সরকারের দোসর সাদপন্থিদের সাথে সম্পর্ক রাখেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল কে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি কিভাবে একটি সন্ত্রাসী সংগঠনের সাথে একসাথে বসে মিটিং করতে পারেন এবং তাবলীগের বিষয়ে সিদ্ধান্ত দিতে চেষ্টা করেন।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা জাকির হুসাইন কাসেমী, মুফতী মাহবুবুর রহমান, মুফতী মামুনুর রশীদ, মুফতী মাহমুদুল হাসান, মাওলানা যোবায়ের, মাওলানা রশীদ আহমদ, মুফতী আব্দুল হান্নান, মাওলানা আব্দুল্লাহ মনসুর, মুফতী মিজানুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ৷
ডিআইটি মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে বক্তব্য ও দোয়ার মাধ্যমে শেষ হয়।