গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের উঠান বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উঠান বৈঠক করেছে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার গোলাকান্দাইল ৫৩ নং সরকারি প্রাইমারি স্কুল মাঠে এ উঠান বৈঠক করা হয়।
গোলাকান্দাইল ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক আল-আমিন ভূইয়া, সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম, যুগ্ম সম্পাদক উৎপল ঘোষ, যোগাযোগ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল মিয়া, ইউনিয়ন যুবদলের সাহিত্য বিষয়ক সম্পাদক আল আমিন ভূঁইয়া, অলি মিয়া, বশির মিয়া, শাহ আলম মিয়া প্রমুখ।