বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

|

মাঘ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ওসমান পরিবারের দোসররা রয়ে গেছে, ভোটের পরিবর্তে টাকার প্রবর্তক এখনো নাক গলায় : মাসুম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৬, ১২ জানুয়ারি ২০২৫

ওসমান পরিবারের দোসররা রয়ে গেছে, ভোটের পরিবর্তে টাকার প্রবর্তক এখনো নাক গলায় : মাসুম

অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, বিকেএমইএ গার্মেন্টস শিল্পর প্রান। এ জায়গাটা গত পনেরো বছর একজন দখল করে রেখেছিল। পাঁচ আগষ্টের পর কমিটি করা হল বিকেএমইএ'র এখানে সভাপতি ছাড়া ওসমান পরিবারের সকল দোসররাই রয়ে গেছেন। এদের পেছন থেকে ইন্ধন দেয় মোহাম্মদ আলী। ভোটের বিনিময়ে টাকা, এর প্রবর্তক এই মোহাম্মদ আলী। সে কীভাবে এখনও বিভিন্ন নির্বাচনে নাক গলায়।

শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে 'আমরা কেমন নারায়ণগঞ্জ চাই' শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ চাই। যারা নারায়ণগঞ্জকে কলুষিত করেছিল তাদের রাহুমুক্ত নারায়ণগঞ্জ চাই। আমি ভাল ও সুন্দর নারায়ণগঞ্জ চাই। 

তিনি বলেন, চাষাঢ়া থেকে দুই নং রেলগেটে যেতে এক ঘন্টা লাগে। আমরা এসকল সমস্যার সমাধান চাই। আপনারা অভিজ্ঞ। রাস্তায় কত ট্রাফিক পুলিশ রয়েছে, অন্যদিকে কমিউনিটি পুলিশের জ্যাকেট পরা ছেলেদের দিয়ে কাজ করাচ্ছে। আমরা চিটাগংয়ের পর সবচেয়ে বেশি ট্যাক্স দেই। অথচ আমরা কোন সুবিধা পাই না। এসকল অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।