মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

|

মাঘ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লা থানা বিএনপির দোয়া ও আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৬, ১৯ জানুয়ারি ২০২৫

ফতুল্লা থানা বিএনপির দোয়া ও আলোচনা সভা

দোয়া  ও আলোচনা সভা

ফতুল্লা থানা বিএনপি এবং  অঙ্গসংগঠনের উদ্দ্যেগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া  ও আলোচনা সভা অনুস্ঠিত হয়েছে।

রোববার বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ী পারিবারিক মিলনায়তনের মাঠে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সাগর সিদ্দিকী সঞ্চলনায়  দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা  হিসেবে উপস্থিত থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন,এ দেশের মাটি মানুষের জন্য স্বাধীনতা ঘোষনা দিয়েছিলেন। উপস্থিত  নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যারা ভাবছেন বিএনপি ক্ষমতায় এসেছে তাদের জন্য তারেক রহমান বলেছেন, সামনে অনেক পথ পাড়ি দিতে হবে। আপনারা ভালো কাজ করুন যাতে নির্বাচনের সময় মানুষ ভোট দিয়ে বিএনপিকে জয়লাভ করায়।

তিনি আরো বলেন,সারা দেশের মধ্যে নারায়নগঞ্জ জেলা ব্যবসায়িক,রাজনৈতিক সহ নানা কারনে একটি গুরুত্বপূর্ণ জেলা । এই নারায়নগঞ্জ কে শামীম ওসমান ও তার দোসররা সারা বিশ্বে সন্ত্রাসের জেলা পরিচিত করেছেন। সেখান থেকে উত্তরনের জন্য আমাদের সাংগঠনিক ভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত নয় সমস্টিগত ভাবে সকলে একসাথে সাংগঠনিক ভাবে এগিয়ে যেতে হবে।


সভাপতির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষক। তিনি রনাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন। আজ তার ৮৯ তম জন্মদিন। তারেক রহমান ১০ হাজার মাইল দুরে থেকে ফ্যাসিস্ট সরকার পতনে নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি বর্তমানে দেশের কল্যানে ৩১ দফার কর্মসূচী দিয়েছেন। ইতিমধ্যেই আমরা তা নিয়ে কাজ করছেন। সাধারন মানুষ কে বুজাতে হবে ৩১ দফা বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার পদক্ষেপ।  সে লক্ষে বিএনপির নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।
 
এছাড়া অন্যানদের মাঝে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি হাজী মোঃ শহিদুল্লাহ, মোঃ হানিফ,
এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী,বক্তাবলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল,ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি শাহ আলম পাটোয়ারি,সদস্য সচিব আল আমিন,নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুয়েল আরমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক,টিপু, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকি, ফতুল্লা থানা বিএনপির  বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মুসলিম, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন।