বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জে ভ্যাট ও কর বৃদ্ধি ও আদিবাসী ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা।
শনিবার (১৮ জানুয়ারি) এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় দলটির নেতারা জানান, সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করেই ভ্যাট, ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছে। এটা কোন ভাবেই কাম্য নয়। আমরা চাই অতিশিঘ্রই সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিন।