আলোচনা সভা
স্বাধীনতা যুদ্ধের ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত জিয়া হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম নেতা আনিসুল ইসলাম সানি।
সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জাসাস'র সভাপতি মোঃ স্বপন চৌধুরী।
সভায় আনিসুল ইসলাম সানি বলেন, দীর্ঘ ১৯ বছর পর আজ চাষাড়ায় শহীদ জিয়া হলের ভিতরে এই জিয়া হলটি যার নামে সেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে দাড়িয়েছি। এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করায় বিশেষ করে জিয়া হলে অনুষ্ঠানটির আয়োজন করায় আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার মাহনগর জাসাসের সভাপতিকে। তবে একটি বিষয় আমার মনে খুব কষ্ট লাগে, এই শহীদ জিয়া হলকে সংস্কারের বিষয়ে জাসাসের পক্ষ থেকে আমরা বেশ কয়েকবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছিলাম। কিন্তু রহস্যজনক কারনে তিনি এই উদ্যোগটি অদ্যবদি গ্রহন করেননি। বর্তমানে নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক এসেছেন। পদাধিকার বলে তিনিও এই শহীদ জিয়া হল সংস্কার কমিটির সভাপতি হবেন। তাই আজকে আমি এই অনুষ্ঠানে থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক মহোদয়ের নিকট অনুরোধ করছি, আপনি অবিলম্বে শহীদ জিয়া হলের একটি পরিচালনা কমিটি গঠন করে যত দ্রুত সম্ভব ওই কমিটির মাধ্যমে জিয়া হল সংস্কারের কাজ শুরু করেন। আর যদি আপনি তা না করেন তাহলে যে কারনে আগের জেলা প্রশাসক বিদায় হয়েছে আপনার ভাগ্যেও হয়তো সেটা বরণ করতে হতে পারে। জিয়া হল সংস্কারের বিষয়ে যে ই বাধা হবে আমরা তাকে কোন ছাড় দিবো না।
মহানগর জাসাস এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সহ সভাপতি মিয়া মোঃ আব্দুল্লাহ মুজিব, এম এ সাত্তার ভুট্টো, শাহাদাৎ হোসেন, মিজানুর রহমান মিজান, হাজ্বী মোঃ শাহীন, নাসিরউদ্দিন নাসির, ডিএইচ বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হাই, দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টুটুল, সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম রকি, মোঃ জানে আলম সহ জাসাস মহানগর শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।