ফাইল ছবি
দুটি জাতীয় টেলিভিশনের সংবাদে, চ্যানেলে ও ইউটিউবে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ও শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমীর সহ সভাপতি মাদার প্রিন্টের স্বত্বাধিকারী এস এম রানা। প্রতিবাদের কপি দুটি জাতীয় দুটি চ্যানেলের অফিসেও প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তার একটি প্রতিবাদ হুবহুঃ
প্রিয় জনাব, আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন। উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, আমার বিরুদ্ধে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর মিথ্যা কাল্পনিক অভিযোগের গল্প সাজিয়ে এবং বিসিবি সভাপতি জনাব ফারুক আহমেদ'কে জড়িয়ে "বিসিবি সভাপতি ফারুক আহমেদ এর সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালানো এস এম রানার অবাধ বিচরণ তুলেছে সমালোচার ঝড়" শিরোনামে গত ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার মামুনুর রশিদ এর কণ্ঠে "ডিবিসি নিউজ টেলিভিশন সংবাদ, dbcnews.tv ফেসবুক পেজ এবং dbcnewstv YouTube চ্যানেল" যে সংবাদ প্রচার করেছে, তা সর্বৈব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এহেন উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশের বহুল প্রচারিত ডিবিসি নিউজ টেলিভিশনের এ ধরণের সংবাদ প্রচার একজন অরাজনৈতিক ব্যবসায়ি ও ক্রিড়া সংগঠক হিসেবে আমার জন্য চরম হতাশাজনক। আমি এস. এম. রানা "মাদার প্রিন্ট" নামক একটি স্বনামধন্য মুদ্রনশিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। আমি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। আমি দীর্ঘদিন যাবৎ সততার সাথে ব্যবসা পরিচালনা, সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক কাউন্সিলর, সাবেক ক্রিকেটার এবং "শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ও শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী" এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বিসিবি সভাপতি জনাব ফারুক আহমেদ এর সাথে আমি একজন ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়া সংশ্লিষ্ট বিষয়াবলি ছাড়া আমার ব্যক্তিস্বার্থ সংশ্লিষ্ট কোনও সম্পর্ক নেই। একজন ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক, সমাজ সেবক ও দায়িত্বশীল পদে অবস্থান করে জুলাই গণ- অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা বা বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালানোর মতো ঘৃণিত কর্মকান্ডে আমি কখনোই জড়িত ছিলাম না এবং আমার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার অভিযোগে কোনও মামলা নেই। আমি কোনভাবেই কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই এবং আমি কখনও নারায়ণগঞ্জের শামীম ওসমানের ঘনিষ্ঠজন বা সহচর ছিলাম না। তাছাড়া একজন সত্যিকারের ক্রিকেট প্রেমী, ক্রীড়া সংগঠক, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক কাউন্সিলর ও সাবেক ক্রিকেটার হিসেবে আমি গ্যালারীতে বসে বিপিএল ম্যাচের খেলা দেখেছি। আমার কোনও ঠিকাদারী প্রতিষ্ঠান নেই, তাই বিসিবিতে মধু খেতে যাওয়ার প্রশ্নই ওঠে না। অথচ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে বিসিবি সভাপতি জনাব ফারুক আহমেদ'কে জড়িয়ে প্রচারিত সংবাদে নাম পরিচয়হীন সূত্রে নারায়ণগঞ্জের শামীম ওসমানের সহচর হিসেবে সম্প্রতি সিলেটে বিসিবি সভাপতির সাথে দেখার অভিযোগ, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর মামলায় অভিযুক্ত হিসেবে প্রমাণের চেষ্টা, নারায়ণগঞ্জের অলিখিত মাফিয়া শামীম ওসমানের ঘনিষ্ঠজন এবং জনাব ফারুক আহমেদ এর ব্যবসায়িক অংশীদার সহ বিভিন্ন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রচারিত হয়। প্রচারিত খবরে বর্ণিত অভিযোগ সমূহের বিষয়ে সুনির্দিষ্ট প্রামাণ্য সূত্র নিশ্চিত করা হয়নি। এমতাবস্থায়, বিসিবি সভাপতি জনাব ফারুক আহমেদ এর ধারাবাহিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে এবং সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্য প্রনোদিতভাবে কুচক্রিমহলের সহায়তায় কতিপয় সাংবাদিক হলুদ সাংবাদিকতার অংশ হিসেবে অপপ্রচার করে বেড়াচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জোরপূর্বক অপরাধী হিসেবে প্রমাণের চেষ্টা করা হচ্ছে। বিসিবি সভাপতিকে জড়িয়ে আমার নামে মিথ্যা বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হলেও আমাদের আত্মপক্ষ সমর্থনে কোনও বক্তব্য সংশ্লিষ্ট সংবাদে প্রচারিত হয়নি। অথচ ডিবিসি নিউজ টেলিভিশনের মতো একটি স্বনামধন্য জনপ্রিয় বহুল প্রচারিত স্যাটেলাইট টিভি চ্যানেলে সূত্রবিহীন উদ্ধৃতিতে একতরফা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূর্ণ অসত্য, বানোয়াট, মানহানীকর ও কল্পনাপ্রসুত সংবাদ প্রচার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ডিবিসি নিউজ টেলিভিশন সংবাদ, dbcnews.tv ফেসবুক পেজ এবং dbcnewstv YouTube চ্যানেলে প্রচারিত সংবাদটি সত্য ও বস্তুনিষ্ঠ নয় বিধায় আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অতএব জনাব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে উল্লেখিত সংবাদে যে বানোয়াট ও মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে তা- সম্পূর্ণ প্রত্যাহার পূর্বক আমার প্রতিবাদ যথাযোগ্য গুরুত্বের সাথে প্রচার করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সেইসাথে বাংলাদেশের অন্যতম বহুল প্রচারিত স্বনামধন্য গণমাধ্যম হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও আমাদের ইতিবাচক কর্মকান্ডগুলোর সংবাদ প্রচারের অনুরোধ জানাচ্ছি।