শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল ৪শ রোগী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫

না.গঞ্জে ফ্রী মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল ৪শ রোগী

ফ্রী মেডিকেল ক্যাম্প

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প কর্মসূচি পালিত হয়েছে।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮  থেকে বিকেল ৪ টা পর্যন্ত এখানে মেডিকেল ক্যাম্পে ফ্রী চিকিৎসা সেবা নিয়েছে প্রায় ৪শ সামর্থ্যহীন রোগী।

জেলার ফতুল্লা থানার ৭১ নং উত্তর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ওই ফ্রি মেডিকেল কর্মসূচি পালিত হয়। এর মধ্যে চক্ষু, চর্ম ও যৌন, কুষ্ঠ, গাইনি ও মেডিসন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের প্রাথমিক রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন দেন এবং রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

ফ্রী মেডিক্যাল ক্যাম্পের বিষয়ে ৭১ নং উত্তর মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আয়োজক কমিটির মোহাম্মদ মাসুদুল আলম, আরমান ও বাদলসহ অন্যান্যরা জানান,  বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেরা যে যার মত সামর্থ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন। এর মধ্যে চিকিৎসকরা স্বেচ্ছায় ফ্রী মেডিকেল ক্যাম্পে রোগীদের প্রাথমিক রোগ নির্ণয় করে ওষুধের প্রেসক্রিপশন দিয়েছেন।  আয়োজকদের পক্ষ থেকে প্রেসক্রিপশন অনুযায়ী সামর্থ্যহীন রোগীদের মধ্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

চিকিৎসা সেবা নিতে ফতুল্লার ইসদাইর  এলাকার বাসিন্দা মোহন মিয়া জানান,, টাকার অভাবে দীর্ঘ দুই তিন বছর যাবত তিনি ডাক্তার দেখাতে পারছিলেন না।  তার চোখের সমস্যা, চোখ ব্যাথা করে ও চোখে কম দেখেন।  আজকে ফ্রী  মেডিকেল ক্যাম্পে তিনি টাকা ছাড়াই ডাক্তার দেখিয়েছেন এবং ডাক্তারদের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধ পেয়েছেন।

তিনি আরো জানান, গরীব সামর্থ্যহীন রোগীদের জন্য এটা খুবই খুবই ভালো উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা।  

একই কথা জানিয়ে ফতুল্লা গাবতলী এলাকার বাসিন্দা মনোয়ারা ইসলাম জানান, তার গাইনি সমস্যা কিন্তু ডাক্তার দেখাবেন সেরকম সামর্থ্য নেই, আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পের ডাক্তার দেখিয়ে ঔষধও পেয়েছি৷ প্রাথমিকভাবে আমার কি সমস্যা তা জানতে পেরেছি,  প্রাথমিক সমস্যা নির্ণয় হওয়ায় ভবিষ্যতে কি চিকিৎসা নেয়া দরকার সে বিষয়ে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট ডাক্তাররা। 

নারায়ণগঞ্জ পপুলার হাসপাতাল থেকে আগত গাইনি ডাক্তার ফারহানা হক সুমি জানান, আমরা যখন শুনেছি যে সামর্থ্যহীন রোগীদের রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন দিতে হবে এবং আয়োজকরা তাদের বিনামূল্যে ওষুধ দেবেন তাই আমরাও বিনামূল্যে স্বেচ্ছায় সেবা প্রদান করেছি।  ভাষা দিবস  উপলক্ষে এরকম একটি আয়োজন  সত্যি ব্যতিক্রম এবং এখানে এসে মানুষের সেবা দিতে পেরে খুব ভালো লেগেছে। 

মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চর্ম ও যৌন এলার্জি কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ ডাক্তার রওশন উম্মে সালমা জাহান (বিসিএস স্বাস্থ্য), নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের গাইনি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারহানা হক সুমি, ফার্মাসিস্ট গোলাম মোর্শেদ রনি, মোহাম্মদ শরিফুল ইসলাম, আরো ছিলেন পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি তালুকদার আব্দুল্লাহ আল ফারুক রিঙ্কু, সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু, চেঞ্জেস ফাউন্ডেশন নির্বাহী পরিচালক আল আমিন, সভাপতি লুৎফর রহমান মুন্না সহ-সভাপতি অ্যাডভোকে এইচ. এম মাহবুবুল হক ফোরকান, সাধারণ সম্পাদক আবু সাঈদ ও কোষাধক্ষ্য নাসির উদ্দিন জুম্মান।  

আয়োজক ও উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী দাতা সদস্য রফিকুল ইসলাম প্রধান, মোহাম্মদ মাসুদুল আলম  আবুল কায়েস, আব্দুল কাদের আরমান শহিদুল ইসলাম বাবু, বাদল প্রধান, শান্ত, তাতা আহমেদ, মাহমুদ হাসান চয়ন, সজীব চৌধুরী,  হেলাল মাস্টারের ছেলে রাকিবসহ প্রমুখ।