শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনগণের নেতা নির্বাচিত করতে পারলে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে পারবো : আব্দুল জব্বার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫

জনগণের নেতা নির্বাচিত করতে পারলে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে পারবো : আব্দুল জব্বার 

মাওলানা আব্দুল জব্বার

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেছেন, এখানে আসতে আসতে শুনছিলাম ভাইয়েরা বলছিল দেশ স্বাধীনের আগে থেকেই আমরা বৈষম্যের শিকার হচ্ছিলাম। এই বৈষম্য থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা ছাড়া বিকল্প কোন পথ নেই।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আগামীতে যদি ইনসাফপূর্ন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়। মানুষের অধিকার মানুষকে বুঝিয়ে দিতে হয়। তাহলে কোরআনের আলোকে রাষ্ট্রের নীতি অনুযায়ী নিশ্চিত করতে হবে। এর অন্যতম সুযোগ হল নির্বাচন। নির্বাচনে যদি আমরা জনগণের নেতা নির্বাচিত করতে পারি তাহলে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারবো।