শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসলামিক দল একবার ক্ষমতায় আসলে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না : আব্দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ইসলামিক দল একবার ক্ষমতায় আসলে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না : আব্দুল কাদের

মাওলানা আব্দুল কাদের

ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল কাদের বলেছেন, ইসলামিক দল একবার রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদের কেউ আর ক্ষমতা থেকে সরাতে পারবে না৷ কারণ ইসলামিক দল সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব করে না। তাই একবার ক্ষমতায় আসলে মানুষ বলবে এরা সন্ত্রাস, চাঁদাবাজি করে না। আমরা এদেরকেই চাই।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আগে যেভাবে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি হত এগুলো কী বন্ধ হয়েছে?  একজন বলছিল আগে একজনকে চাঁদা দিতাম এখন চারজনকে দিতে হয়৷ আমাদের দেশের ক্ষমতার পালা পরিবর্তন হচ্ছে। কিন্তু দেশের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। এসকল সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির মত অপকর্ম চলছে। ক্ষমতার পালাবদল হয়েছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। এখন স্লোগান দিতে হবে ইসলামী শাসন, সন্ত্রাস দুর্নীতির পতন। 

তিনি বলেন, ইসলামিক দলগুলো আলাদা কাজ করলে ইসলামী শাসন কায়েম করা কঠিন হবে৷ ইসলামী দলগুলোকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচনে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করতে হবে। যারাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায় তাদের সকলকে এক মঞ্চে আসতে হবে।