শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসলামী শাসন ব্যবস্থার কথা বললে অনেকে মৌলবাদী বলে গালি দেন : সিরাজুল মামুন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ইসলামী শাসন ব্যবস্থার কথা বললে অনেকে মৌলবাদী বলে গালি দেন : সিরাজুল মামুন 

এবিএম সিরাজুল মামুন

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, আমরা ইসলামী শাসন ব্যবস্থার কথা বললে অনেকে মৌলবাদী বলে গালি দেন। ইসলামী শাসন ব্যাবস্থা সম্পর্কে জানুন। দেখবেন দুনিয়ায় সবচেয়ে উদার শাসনব্যবস্থা হল ইসলামিক শাসন ব্যবস্থা। নতুন বাংলাদেশ বিনির্মানে আমরা ইসলামকে বাদ দিতে পারি না। তাহলে জনগণের সাথে বেইমানি হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, কেয়ামত পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের শহীদদের কথা মনে রাখবে। আমরা সেই সকল শহীদদের জন্য দোয়া চাইছি। পাশাপাশি গোটা বিশ্বে মজলুমদের উপর নির্যাতন করছে এমন সকল জালেমকে আমি ধিক্কার জানাই।

তিনি বলেন, আপনারা হযরত ওমরের নাম শুনেননি? যার হাতে মুসলিম বিশ্ব সবচেয়ে শক্তিশালী হয়েছিল। ইসলামী শাসন ব্যবস্থার কথা শুনলে অনেকে বিব্রতবোধ করেন। আমি বলব একটু পড়াশোনা করুন। ইসলামী শাসন ব্যবস্থা মানুষকে শৃঙ্খলিত করার জন্য না। ইসলামী শাসন ব্যাবস্থায় শাসকরা জনগণকে ভালবাসবে আর জনগণও শাসককে ভালবাসবে। জনগণ যখন ন্যায্য কথা বলবে তখন সাথে সাথে তারা মেনে নেবে। মানুষ পাওনা চাইলে সাথে সাথে বুঝিয়ে দিবেন।

তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদার কথা লেখা হয়েছিল। কিন্তু আমরা কী তা পেয়েছি। যার মধ্যে আল্লাহর ভীতি নেই সে মানুষের কল্যান করবে এটা বলা যায় না। ইসলামক শাসন ব্যাবস্থা না থাকায় সারা বিশ্বে এসকল জালিম শাসকদের সৃষ্টি হচ্ছে।