শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

|

ফাল্গুন ৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ ২ নং ওয়ার্ডের উদ্যােগে মাতৃভাষা দিবসে  মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ ২ নং ওয়ার্ডের উদ্যােগে মাতৃভাষা দিবসে  মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফ্রি মেডিকেল ক্যাম্প

জাতীয় মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানার ২ নং ওয়ার্ডের উদ্যােগে ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে মিজমিজি রাহীম মার্কেট আনন্দলোক উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেন শরীরকে রোগমুক্ত করে সুস্বাস্থ্য নিশ্চিত করার প্রচেষ্টাই হলো স্বাস্থ্যসেবা। মহান আল্লাহই মানুষের জীবন ও মৃত্যুর মালিক। কেউ যেমন জীবন দিতে পারে না, তেমন মৃত্যুও স্থগিত করতে পারে না। তবে স্বাস্থ্যসেবা নির্ধারিত মৃত্যুর সময় আসা পর্যন্ত জীবনকে সুস্থ, স্বাভাবিক, সুন্দর ও সচল রাখতে সাহায্য করে। আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে ইনশাআল্লাহ। 

এসময় সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুব আলমের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রে মুহাম্মদ জামাল হোসাইন।

সকালে থেকে দিনব্যাপী পাচঁ শতাধিক পরিবারের মাঝে ফ্রি মেডিকেল প্রদান ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ  থানা শূরা সদস্য মোস্তফা কামাল, এনায়েত উল্লাহ,আতিকুর রহমান, ইসমাইল হোসেন, বেলাল হোসেন প্রমূখ।