মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যারা দলের জন্য কাজ করবে দল তাদেরকে মূল্যয়ন করবে: শিশির

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩৫, ২৯ মার্চ ২০২৫

যারা দলের জন্য কাজ করবে দল তাদেরকে মূল্যয়ন করবে: শিশির

ইফতার ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বন্দরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি আয়োজনে বন্দর উপজেলার আলীনগরস্থ বিএনপি নেতা আব্দুল জব্বার মিয়া বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির  বলেন, বিএনপি পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি করলে এর দায়ভার বিএনপি নিবে না। যারা দলকে ভালোবাসা তারা কখনো দলের বদনাম করবে না। যারা দলের জন্য কাজ করবে দল তাদেরকে মূল্যয়ন করবে। আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবাদুল্লাহ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল ।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক দ্বীন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সজিব খন্দকার, কলাগাছিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো: হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল প্রধান।

ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সুজন,আব্দুল জাব্বার, মোঃ আজমল, মোঃ লিটন, মোঃ মোশারফ চৌধুরী, মোঃ শফিক সম্রাট ও আল আমিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন আলীনগর বড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মহিব্বুল্লাহ সালেহীন। ###