
ঈদ সামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী বন্দর দক্ষিণ থানার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ মার্চ) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর দক্ষিণ থানার সভাপতি আব্দুল হাই জাফরীর সভাপতিত্বে ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন,আল্লাহর আইন কায়েম হলে যাকাত আদায় সঠিকভাবে হবে আর তখন এদেশের মানুষ আর গরীব থাকবেনা। আপনারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে যিনি কাজ করবে,তাকে সার্বিক সহযোগিতা করবেন।
উক্ত অনুষ্ঠানে বন্দর দক্ষিণ থানার সেক্রেটারি কাজী মামুন'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ জাকির হোসাইন।এছাড়াও উপস্থিত ছিলেন গোলাম আহাদ, কেফায়েত উল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।