মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছুটির দিনেও নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ, কোথাও নেই যানজট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৪৫, ২৯ মার্চ ২০২৫

ছুটির দিনেও নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ, কোথাও নেই যানজট

সংগৃহীত

ঈদের ছুটিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঘরমুখো মানুষের সংখ্যা বেড়েছে। এ দুইটি মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট নেই। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে। মহাসড়ক যানজটমুক্ত ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ, র‍্যাব কাজ করছে। মহাসড়কে বিভিন্নস্থানে চেক পয়েন্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ পরিদর্শক কাজী ওয়াহেদ মোর্শেদ জানিব, আজ শুক্রবারা (২৮ মার্চ) ছুটির দিনে মহাসড়কে কোন যানজট নেই। গাড়ির চাপ একটু বেশি থাকলে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ।

তিনি আরও জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যাত্রীদের যানজটমুক্ত নিরাপদ রাখতে জেলা ও হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে কাজ করছে। আশা করছি ঈদের আগদিন পর্যন্ত নারায়ণগঞ্জের মহাসড়ক এলাকা যানজটমুক্ত রাখতে পারবো।

উল্লেখ্য, রাজধানী থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ৩৩টি রুটে ঈদের ছুটিতে বাড়ি ফিরছে পূর্বাঞ্চলের ১৮ জেলার মানুষ।