মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হৃদয় গ্রুপের পক্ষ থেকে ঈদ বস্ত্র উপহার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫১, ২৯ মার্চ ২০২৫

হৃদয় গ্রুপের পক্ষ থেকে ঈদ বস্ত্র উপহার 

উপহার সামগ্রী বিতরণ

ফতুল্লার কুতুবপুর লালখা এলাকায় গরিব, দুস্থ ও অসহায় মাঝে ১হাজার ৫০০ টি  শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস উপহার দেন  হৃদয় গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক তৈয়বুর রহমান তয়ুব। 

শুক্রবার ২৮ মার্চ সকালে লালখা এলাকায় নিজ বাসভবনে এ বস্ত্র বিতরণ করা হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার হান্নানুর রফিক রঞ্জু, বিশেষ অতিথি এন এস এফ এর চিফ অ্যাডভাইজর রাফিদুর রহমান হৃদয়। নারগিস রহমান, তামান্না রহমান, ও ইতি রহমান মিমসহ আরও অনেক।