
ফাইল ছবি
রাজধানীর ইডেন মহিলা কলেজে নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিরিন সুলতানা।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বৈশালী সীমা, সহ-সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের শারমিলা শাহরিন শেফা, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন গার্হস্থ্য অর্থনীতি বিভাগের ইসরাত জাহান ঝুমা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বাংলা বিভাগের শামীমা মজুমদার ইভা।
কমিটির অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক আতিকা উলফাত, সহ-সাংগঠনিক সম্পাদক আফসানা ইবনাত, প্রচার সম্পাদক লিমা বেলা সরকার, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফাহমিদা খাতুন মিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিথিলার রিমি, আপ্যায়ন বিষয়ক সম্পাদ: হালিমা আক্তার নিশু। এছাড়া সংগঠনটির কার্যক্রম আরও কার্যকর করতে ১৫ জন কার্যনির্বাহী সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সহ-সভাপতি শার্মিলা শাহরিন সেফা বলেন, ‘এই কমিটির মাধ্যমে আমরা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের একত্রিত করে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে চাই, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।’
নতুন কমিটির সভাপতি বৈশালী সীমা বলেন, ‘আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন নিশ্চিত করা। সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ (ঈশাখাঁ) দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।