মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

|

চৈত্র ১৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:২৬, ২৯ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জের মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যানবাহনের বাড়তি চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়া ঘরমুখো মানুষ নির্বিঘ্নে নিজ গন্তব্য পৌঁছাতে পারছেন।

শনিবার (২৯ মার্চ) সকাল থেকে মহাসড়কের সাইনবোর্ড, শিমড়াইল মোড়, কাঁচপুর এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

এদিকে মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাইওয়ে ও থানা পুলিশ তৎপর রয়েছে। মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছে র‍্যাব ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করতে আসা গার্মেন্টস কর্মী রকিবুল হাসান জানান, রাস্তায় গাড়ির চাপ অনেক তবে যানজট নেই। আমাদের অফিস গত পরশুদিন ছুটি ঘোষণা করেছে। আজ পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছি। 

সাধারণ যাত্রীরা বলছেন এবছর সড়কে যানজটের সম্ভাবনা নেই। তাই ভোগান্তি পোহাতে হবে না ঘরমুখো মানুষকে। তবে মহাসড়কজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা না থাকলে ডাকাতি-ছিনতাইয়ের শিকার হবেন অসংখ্য মানুষজন।

কয়েকজন দূরপাল্লার বাসচালক জানান, বিগত বছরগুলোর মতো এবার মহাসড়কে যানজটের ভোগান্তি নেই। পূর্বের চেয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছি আমরা।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, যানজট নিরসনে আমরা তৎপর রয়েছি। আমাদেট টহল আরও জোরদার করা হয়েছে। আশাকরি ঘরমুখো মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হবে না।