শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে তিতাসের অভিযানে আবাসিকে ৮২০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৪, ১৭ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে তিতাসের অভিযানে আবাসিকে ৮২০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ এলাকায় ৮২০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (১৬ এপ্রিল) তিতাস গ্যাস পিএলসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। 

এতে বলা হয়, মঙ্গলবার আশুলিয়ার জামগড় ও ইটখোলা এলাকার দুই কিলোমিটার এলাকা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন ও ৪০০ মিটার পাইপ অপসরণ পূর্বক জব্দ করা হয়েছে। এতে প্রায় ১১,৩৩৪ ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় করা সম্ভব হবে। 

এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তিনটি প্রতিষ্ঠান মেসার্স মক্কা হোটেল এন্ড চাঁদপুর রেস্টুরেন্ট, মেসার্স মদিনা হোটেল ও মেসার্স গাইবান্ধা হোটেল এবং দুইজন অবৈধ গ্রাহক আব্দুল ওয়াহাব মীর ও হুমায়ুনকে পৃথক পৃথক মামলায় ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে। 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টনের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। 

একই দিন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট নাজমূল হুদার নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি রুপগঞ্জে ২.৫ কিলোমিটার এলাকা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ৮২০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন ও ১১০ ফিট এমএস পাইপ, একটি প্যাকেজ বার্নার ও একটি বুস্টার অপসারণ পূর্বক জব্দ করা হয়েছে। অবৈধ কারখানায় অভিযানকালে ফ্যাক্টরি সংশ্লিষ্ট কেউ না থাকায় জেল/জরিমানা করা সম্ভব হয়নি।

এছাড়া, আঞ্চলিক রাজস্ব শাখা-নারায়ণগঞ্জের নেতৃত্বে হোসাইননগর, কাশিপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় পাঁচ টি বিশেষ টিমের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বকেয়া গ্যাস বিলের কারণে তিনটি যাদের বার্নার সংখ্যা ছিল ছয় ডাবল চুলা, অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের কারণে দশ টি আবাসিক যাদের বিচ্ছিন্নকৃত বার্নার সংখ্যা ৯৯ ডাবল চুলা। এছাড়াও অভিযান পরিচালনাকালে সম্পূর্ণ অবৈধ গ্যাস ব্যবহারের (গ্রাহক সংকেত ব্যতীত) কারণে ১০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় যাদের বার্নার সংখ্যা ছিল ৩৩টি ডাবল চুলা।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৩০টি শিল্প, ১৫৫টি বাণিজ্যিক ও ২৯,২৩২টি আবাসিকসহ মোট ২৯,৬১৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৬৭,২১২টি বার্নার বিচ্ছিন্নসহ ওই অভিযানসমূহে ১৪৪ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।