
দাদার নামে করা সাকিল আলী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন জাকির খান
দীর্ঘ ২২ বছর পরে নিজ এলাকা দেওভোগে বাড়ির পাশের মসজিদে জুমার নামাজ আদায় করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
এসময় জাকির খানকে ফুলের মালা দিয়ে বরন করে নেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) দেওভোগে জাকির খানের বাড়ির পাশে তার দাদার নামে করা সাকিল আলী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি।
এসময় মসজিদে নামাজের পর জাকির খানকে দেখতে তার কর্মী সমর্থক ও এলাকার সাধারণ মানুষের ঢল নামে। এসময় মুসল্লীদের সাথে কোলাকুলি করে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জাকির খান।
এসময় এলাকাবাসীর উদ্দেশ্যে জাকির খান বলেন, আপনাদের দোয়ায় আমি আমার মায়ের কোলে ফিরে এসেছি। আপনাদের কাছে ফিরে এসেছি। এজন্য আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় আপনাদের পাশে থাকতে পারি।
এসময় জাকির খানের মুক্তি উপলক্ষে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জাকির খান ও তার পরিবারের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।