শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৯, ১৮ এপ্রিল ২০২৫

বন্দরে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে একথা জানান র‌্যাব-১১ এর উপ পরিচালক মেজর অনাবিল ইমাম।

গ্রেপ্তারকৃত আসামি হলেন নরসিংদীর মাধবদী থানার মোঃ আদম আলীর ছেলে মোঃ রুবেল মিয়া (৩৫)

এর আগে বৃহস্পতিবার রাতে নরসিংদীর মাধবদী থানার বিবিরকান্দি পশ্চিমপাড়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

এর আগে গত ১৬ জানুয়ারি বন্দরের নবীগঞ্জ এলাকার জোনাল অফিসের পদুঘর ইনডোর বৈদ্যুতিক সাব স্টেশনে ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় জোনাল অফিসের এজিএম মোঃ আব্দুল মোমেন সরকার বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

গ্রোপ্তারকৃত আসামিকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।