বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

|

মাঘ ১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফিরে দেখা ২০২২ : বিএনপির রাজনীতি 

মহানগর বিএনপি থেকে গণপদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৪, ৩১ ডিসেম্বর ২০২২

মহানগর বিএনপি থেকে গণপদত্যাগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ দেখা দেয়। ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার পাঁচ দিনের মাথায় কমিটি থেকে ১৫ জন নেতা পদত্যাগ করেন।

১৩ সেপ্টেম্বর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্র।

কমিটি ঘোষণার পরেই শুরু হয় বিদ্রোহ। অভিযোগ ওঠে, কমিটিতে বাদ দেওয়া হয়েছে রাজপথের নেতাদের ও বিএনপির প্রভাবশালী জনপ্রতিনিধিদের।

পরে ১৮ সেপ্টেম্বর জেলা ওলামা দলের সভাপতি মুন্সী শামসুর রহমান বেনু ও নিহত যুবদল নেতা শাওনের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠান শেষে মহানগর বিএনপির কমিটি থেকে ১৫ নেতা পদত্যাগ করেন।