রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সালতামামি ২০২৩

টানা কয়েকমাস বন্ধ ছিল ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৯, ২৮ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৬:৩৪, ৩০ ডিসেম্বর ২০২৩

টানা কয়েকমাস বন্ধ ছিল ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বছরের শুরু থেকে বেশ কয়েকমাস বন্ধ ছিল ঢাকা নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল। গত বছরের ৪ ডিসেম্বর থেকে পদ্মা সেতুর রেল সংযোগ ও ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন প্রকল্পের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল ট্রেন চলাচল।

রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। পাশাপাশি বাসের ভাড়া বৃদ্ধি ও সড়কপথে যানজটে বিপাকে পড়েন তারা।

পরবর্তীতে জুলাই মাসে নারায়ণগঞ্জে রেলস্টেশনের ডাবল লাইন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে দ্রুতই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন রেলমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন।

পরে দীর্ঘ আট মাস পর ১ আগষ্ট থেকে পুনরায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এতে স্বস্তি ফিরে আসে সাধারণ জনগণের মাঝে।