বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সালতামামি ২০২৩

বছরের আলোচিত রাজনৈতিক কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৩, ২৮ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৬:৩৪, ৩০ ডিসেম্বর ২০২৩

বছরের আলোচিত রাজনৈতিক কর্মসূচি

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বছরজুড়েই উত্তপ্ত ছিল নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন। প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে সারা বছরই আলোচনায় ছিল নারায়ণগঞ্জ।

বছরের শুরুতেই রূপগঞ্জে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ছিল আলোচিত। ফেব্রুয়ারির ২ তারিখে রূপগঞ্জের পূর্বাচল রাজউকের মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

রুপগঞ্জের পূর্বাচলে মেট্রোরেল ডিপো উদ্বোধন উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়েছিল। জনসভাকে ঘিরে পুরো জেলায় উৎসবের আমেজ তৈরি হয়। জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা দলে দলে জনসভায় যোগ দেন।

বছরের আলোচিত আরেকটি রাজনৈতিক কর্মসূচি ছিল নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের জনসভা। সেপ্টেম্বরের ১৬ তারিখ শহরের বঙ্গবন্ধু সড়কে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় সমাবেশকে ঘিরে পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়। জেলার বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন থেকে লাখো নেতাকর্মী সমাবেশে অংশগ্রহন করে।

বছরের আলোচিত আরেকটি জনসভা ছিল গত ২৭ অক্টোবরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশটি। ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পাসপোর্ট অফিসের সামনে এই জনসভা অনুষ্ঠিত হয়।

বিগত দশ বছরে নারায়ণগঞ্জে এটিই ছিল বিএনপির সর্ববৃহৎ জমায়েত। সমাবেশটিতে লাখো নেতাকর্মী অংশগ্রহণ করেছিলেন। জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় অংশ নেন যা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি।

গত ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচিতে হামলার পর বিএনপির ডাকা হরতাল ও অবরোধের শুরু দিকে আলোচনায় ছিল নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ শহরের আড়াইহাজার, রূপগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে হরতাল ও অবরোধের সমর্থনে পিকেটিং হয়। তবে পরবর্তীতে আর মাঠ ধরে রাখতে পারেননি বিএনপি নেতাকর্মীরা।

এর মধ্যে ৩১ অক্টোবর আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনাটি দেশব্যাপী ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।

এর মাঝে ২৯ জুলাই সিদ্ধিরগঞ্জের ডাচ বাংলা মোড়ে কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অনুসারে ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের জন্য গেলে বিএনপি নেতাদের মূল সড়কে উঠতে বাধা দেয় পুলিশ। এসময় বিএনপি নেতাদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ ও পরে বিএনপি নেতারা ইটপাটকেল ছুড়লে গুলি করে পুলিশ। এতে টিটুর দুই চোখে ছিটা গুলির স্প্লিন্টার আঘাত লাগে। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। এতে তিনি এক চোখে না দেখার ঘটনাটি বছরের অন্যতম আলোচিত একটি ঘটনা যা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে আসে।