শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সালতামামি ২০২৩

কর্মসূচি পাল্টা কর্মসূচিতে সরগরম ছিল নারায়ণগঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৫, ২৮ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৬:৩৪, ৩০ ডিসেম্বর ২০২৩

কর্মসূচি পাল্টা কর্মসূচিতে সরগরম ছিল নারায়ণগঞ্জ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রধান দুই দলের মুখোমুখী অবস্থানের কারনে বছরজুড়েই সরগরম ছিল নারায়ণগঞ্জের রাজনীতি। সরকার পতনের একদফা দাবীতে রাজপথে বিএনপির টানা কর্মসূচির সময় পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে ছিল আওয়ামী লীগও।

বছরের শুরু থেকেই জেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ, পদযাত্রা, জনসভাসহ নানা ধরনের কর্মসূচি পালন করে আসছিল নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি।

অন্যদিকে রাজপথে নৈরাজ্য প্রতিহত করতে বছরজুড়েই শান্তির সমাবেশ ও শান্তি মিছিল করে আসছিল আওয়ামীলীগ। দলীয় কার্যালয়ের সামনে ধারাবাহিকভাবে শান্তির সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জে দুই দলের শীর্ষ নেতারাও এসময় বক্তব্য পাল্টা বক্তব্য দিয়ে আসছিলেন। রাজপথে একই সময় দুই দলের পাল্টাপাল্টি অবস্থা বছরজুড়ে বিরাজ করলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটনি।

বছরজুড়েই এসকল কর্মসূচিকে ঘিরেই উত্যপ্ত ছিল নারায়ণগঞ্জের রাজনীতি।