রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সালতামামি ২০২৩

শামীম আইভির কথা বলা ছিল আলোচিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৮, ২৯ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৬:৩২, ৩০ ডিসেম্বর ২০২৩

শামীম আইভির কথা বলা ছিল আলোচিত

ফাইল ছবি

নারায়ণগঞ্জে দীর্ঘদিন পরে আবারও একই মঞ্চে দেখা গেছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিকে। বছরের অন্যতম আলোচিত ঘটনাগুলোর মধ্যে এটি ছিল অন্যতম

দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এই দুই পক্ষের মাঝে বৈরী সম্পর্ক বিরাজ করছে। বছরজুড়েই একে অপরকে ইঙ্গিত করে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি করেন দুজনেই।

এরই মাঝে গত ১৪ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন তিনি।

এদিকে উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমবারের মত নগরভবনে উপস্থিত হন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এসময় উদ্বোধন অনুষ্ঠানে পাশাপাশি বসতে দেখা যায় আইভি ও শামীমকে।

এসময় একে অপরের সাথে কুশল বিনিময় করেন তারা।