শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

|

পৌষ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সালতামামি ২০২৩

ঢাকায় সমাবেশে বিএনপির শ্লোগানে দিতে দিতে নেতার প্রয়ান আলোচিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪০, ৩০ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৬:২৭, ৩০ ডিসেম্বর ২০২৩

ঢাকায় সমাবেশে বিএনপির শ্লোগানে দিতে দিতে নেতার প্রয়ান আলোচিত

ফাইল ছবি

ঢাকায় বিএনপির সরকার পতনের একদফা দাবীতে আয়োজিত সমাবেশে যোগ দিতে গিয়ে শ্লোগান দিতে দিতে মিছিলে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন বিএনপি নেতা মাহমুদ হোসেন। ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।

২৮ জুলাই নয়াপল্টনের কাছে ফকিরাপুলে মিছিলের সামনের সারিতে থাকা মাহমুদ অসুস্থ হয়ে পড়েন।

এ সময় সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহমুদ হোসেন নারায়ণগঞ্জ বিএনপির একজন প্রবীণ নেতা। তার মৃত্যুতে মহানগর বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপি নেতারা।