বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সালতামামি ২০২৩

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সরব ছিল সাংবাদিকরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪২, ৩০ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৬:২৬, ৩০ ডিসেম্বর ২০২৩

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সরব ছিল সাংবাদিকরা

ফাইল ছবি

বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানি নাদিম হত্যার প্রতিবাদে সরব ছিল নারায়ণগঞ্জের সাংবাদিকেরা।

নাদিমকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেয় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেসক্লাব। অন্যথায় রাজপথে সাংবাদিকরা নেমে আসতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

১৫ জুন এক বার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

বিবৃতিতে আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ জানান, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার না করলে সাংবাদিক সমাজ আন্দোলনে যেতে বাধ্য হবে।

নাদিম হত্যার ঘটনায় সংবাদ বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।

প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন ক্লাবের সব সদস্যদের পক্ষ থেকে ন্যক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নাদিম হত্যা ঘটনায় জড়িতদের বিচার না হলে তীব্র আন্দোলনের হুমকি দেয় নারায়ণগঞ্জের বন্দর প্রেসক্লাব।

বন্দর প্রেসক্লাবের কার্যকারী পরিষদের সভা সভাপতি কমল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহসভাপতি মামুন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হৃদয় আহমেদ জয়, প্রচার সম্পাদক শাহাজামাল, দপ্তর সম্পাদক রিপন।  

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হত্যাকাণ্ডে জড়িত কোনো আসামি যেন পার পেয়ে না যায়, তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি এ ঘটনায় অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করছি। এ ঘটনা অবাধ নিরপেক্ষ সংবাদ প্রকাশে সাংবাদিকদের ভীতি সৃষ্টি করবে এবং গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল। হামলাকারীরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

নাদিমকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে এবং ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুমের সঞ্চালনায় এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যারকাণ্ডের মূলহোতা গোলাম রব্বানী বাবুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।