ভোটারশূন্য নারায়ণগঞ্জের ভোটকেন্দ্র
নারায়ণগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল নিরুত্তাপ। প্রধান বিরোধীদল বিএনপিসহ রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করায় ভোটের মাঠে ছিলনা কোন আমেজ।
আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনকে প্রতিদ্বন্দিতাপূর্ন করতে ডামি প্রার্থী রাখার প্রস্তাব দেয়া হলেও নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রার্থীদের বিপক্ষে তেমন কোন হেভিওয়েট প্রার্থী ছিল না। নারায়ণগঞ্জে নির্বাচনের প্রচারণা চালাতেও দেখা যায়নি প্রার্থীদের।
অতীতে নির্বাচনের সময় আসলেই উঠান বৈঠক, মিছিল, লিফলেট বিতরণ, পোস্টার-ব্যানার-ফেস্টুন টানানো হত। এতে শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করত। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল ব্যতিক্রম।
এই নির্বাচনে শহরে ব্যানার ফেস্টুন খুব একটা নজরে আসেনি। ভোট চাইতে প্রার্থীদেরও অতীতের মত এবার দ্বারে দ্বারে ঘুরতে দেখা যায়নি। ভোটারদের মাঝেও এই নির্বাচনকে ঘিরে কোন উৎসাহ ছিল না।
নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান অনেকটা প্রতিদ্বন্দিতা ছাড়াই নির্বাচিত হন। শামীম ওসমানের বিরুদ্ধে বেশ কয়েকজন প্রার্থী থাকলেও তাদের কাউকেই চেনেন না সাধারণ ভেটাররা। নামমাত্র প্রতিদ্বন্দিতার জন্য প্রার্থী দাঁড় করানো হয়। এর মধ্যে বেশ কয়েকজনকে শামীম ওসমান নিজেই নির্বাচনে দাঁড় করান বলে শোনা গেছে।
একই অবস্থা ছিল নারায়ণগঞ্জ-২ আসনে। এখানে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে জাতীয় পার্টির এক নেতা নির্বাচন করলেও ভোটের মাঠে সাড়া ফেলতে পারেনি।
নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের কায়সার হাসনাতের সাথে জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার প্রতিদ্বন্দিতা হয়। তবে এ আসনেও ভোটারদের মাঝে তেমন উৎসাহ উদ্দীপনা ছিল না। ভোটার উপস্থিতি ছিলই না কেন্দ্রগুলোতে।
নারায়ণগঞ্জ-৫ আসনটি জাতীয় পার্টির সেলিম ওসমানকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। এ আসনে ডামি প্রার্থী তো দূরের বিষয়, আওয়ামী লীগের কাউকেও নির্বাচন করতে দেয়া হয়নি।
নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর বিপরীতে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার নির্বাচন করলেও দলের সাথে বেঈমানি করায় তাকেও প্রত্যাখ্যান করেন জনগণ।
৭ জানুয়ারি নির্বাচনের দিন সকাল থেকেই নারায়ণগঞ্জের ভোটকেন্দ্র গুলো ছিল ভোটারশূন্য। ভোটকেন্দ্রগুলোতে ভোটার নয় বরং গরু, ছাগল ও কুকুর ঘোরাঘুরি করতে দেখা যায়। ভোটার উপস্থিতি না থাকলেও নির্বাচনে নারায়ণগঞ্জের আসনগুলোতে সরকার দলীয় প্রার্থীদের প্রত্যেককেই লক্ষাধিক ভোটে বিজয়ী দেখানো হয়েছে।